Budget 2022: সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হল সোমবার। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। মধ্যাহ্নভোজনের পর সংসদে এবিষয়ে আলোচনা হতে পারে বলেও জানা গিয়েছে।
করোনা বিধি মেনে সোমবার সকাল ১১ টা থেকে অধিবেশন শুরু হয়েছে এবং সন্ধে ৬ টা পর্যন্ত চলবে। বিধানসভা নির্বাচনে পাঁচটি রাজ্যের মধ্যে চারটি রাজ্যে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি। এরই প্রেক্ষাপটে আজ শুরু হল সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। এর আগে ২৯ জানুয়ারি শুরু হয়েছিল বাজেট অধিবেশেন প্রথম পর্ব এবং ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল।
জানা গিয়েছে, এদিন ২০২২-২৩ অর্থবর্ষের জন্য সীতারামন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের বাজেট বেশ করবেন। অধিবেশেনের দ্বিতীয় পর্বে সরকার ১৪টি বিল ও ৬টি আর্থিক বিষয় উত্থাপণের জন্য চিহ্নিত করেছে। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেই এই সমস্ত নতুন বিলগুলি পেশ ও অনুমোদনের চেষ্টা করবে সরকার।
আরও পড়ুন