কলকাতা: শোভন, রত্না ও বৈশাখী, ত্রয়ী সংঘাত অব্যাহত। একে অপরকে দোষারোপের পালা চলছিলই, এবার সরাসরি রত্না চট্টোপাধ্যায়ের চরিত্রের দিকে আঙ্গুল তুললেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাকে ব্যভিচারী মহিলা আখ্যা দিলেন তারা। রত্নার এমন আচরনের জন্যই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে জানান শোভন চট্টোপাধ্যায়।
শোভন চট্টোপাধ্যায়ের দাবি, রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্য যুবকের সম্পর্কের কথা জানতে পেরে তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত সঠিক ছিল বলেই তিনি মনে করেন।
রবিবার ফেসবুক লাইভ করেন শোভন ও বৈশাখী। এই লাইভে বৈশাখীর করা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শোভন। ফেসবুক লাইভে রত্না ও অন্যান্য কয়েকজনের ছবি প্রকাশ্যে আনেন তারা। তাতে দেখা যায় রত্না দোলনার উপর বসে রয়েছেন এবং সবার সঙ্গে গল্পে মেতে আছেন।
এইছবির প্রেক্ষিতে শোভনের দাবি, ছবিতে থাকা এক ব্যক্তির সঙ্গে রত্নার অবৈধ সম্পর্ক রয়েছে। এমনকী রত্না চট্টোপাধ্যায় সুরা আসক্ত বলেও দাবি করেন শোভন। এর সঙ্গে অন্য এক মহিলার সিগারেট খাওয়ার ছবিও প্রকাশ্যে আনেন তারা।
এছাড়াও শোভনের অভিযোগ, রত্না বৈশাখী ফোবিয়ায় ভোগে। তিনি আরও উল্লেখ করেন, এসব বিষয়ে জানতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাড়ি ছেড়ে থাকার পরামর্শ দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্য রয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে, বৈশাখীর দাবি, সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর রত্না নিজাম প্যালেসে গিয়েছিলেন নিজেকে ‘শ্রীময়ী’ এবং তাকে ‘জুন আন্টি’ রূপে দেখানোর জন্য।