২০২১ সালের শেষের দিকে শুরু হওয়া হিন্দি রিয়ালিটি শো সারেগামাপা-এর (Sa Re Ga Ma Pa 2021) ফিনালে হল রবিবার। এদিন প্রথম দুই স্থান পেলেন বাংলার দুই মেয়ে। ২০২১-এ শুরু হওয়া সারেগামাপা-শোয়ের (Sa Re Ga Ma Pa 2021) প্রথমদিন থেকেই ছিল বাঙালিদের জয়জয়কার। নীলাঞ্জনা রায়, রাজশ্রী বাগ, স্নিগ্ধজিৎ ভৌমিক, অনন্যা চক্রবর্তী, দীপায়ন বন্দোপাধ্যায় ও কিঞ্জল চট্টোপাধ্যায় – এই ছয় বাঙালি প্রতিযোগীকে দেখা গিয়েছিল সারেগামাপা-এর মঞ্চে।
গোটা সিজন মাতিয়ে রেখেছিলেন এই ছয় বাঙালি প্রতিযোগী। তাঁদের মধ্যে ফিনালে হওয়ার আগেই বাদ হয়ে যায় দীপায়ন ও কিঞ্জল। বাকি চার বাঙালি প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায় এবং দ্বিতীয় স্থান অর্জন করেন রাজশ্রী বাগ। এছাড়া তৃতীয় স্থানে জায়গা করে নেন শরদ শর্মা। ফিনালেতে স্নিগ্ধজিৎ ও অনন্যা প্রথম তিনে জায়গা করতে না পারলেও, তাঁরা সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে পেরেছেন।
ফিনালের মঞ্চে নীলাঞ্জনার গান শুনে মুগ্ধ হয়ে যায় সবাই। বিশেষ করে সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। নীলাঞ্জনার প্রশংসায় পঞ্চমুখ তিনি। জয়ী হওয়ার পর নীলাঞ্জনা বলেন, তাঁর এই জয়ে তাঁর থেকেও বেশি খুশি হয়েছেন তাঁর বাবা মা। তাঁর বাবা মায়ের স্বপ্ন ছিল সে যেন সারেগামাপা-এ জয়ী হয়। বাবা মায়ের সেই স্বপ্ন পূরণ করতে পেরে খুব খুশি নীলাঞ্জনা। উত্তরবঙ্গের দ্বাদশ শ্রেণীর ছাত্রী নীলাঞ্জনা। তাই বাড়ি ফিরে গানের চর্চার পাশাপাশি পড়াশোনাতেও মন দিতে চান তিনি।
আরও পড়ুন
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা, টুইট করে জানালেন খোদ বুম্বাদা