ডিজিটাল ডেস্ক, বর্ধমান: সোমবার বর্ধমানের হস্তশিল্প মেলা থেকে উদ্ধার করা হল একটি লক্ষ্মী পেঁচা। বর্ধমানের (Burdwan) সার্কাস ময়দানে চলছে হস্তশিল্প মেলা। প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় দেখা যায় এই মেলায়। সোমবার বিকেলে মেলার ১০ নম্বর কাউন্টারে হঠাৎ করে ঢুকে পড়ে একটি লক্ষ্মী পেঁচা। এই পেঁচাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কাউন্টারে। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা মেলা প্রাঙ্গণে এসে উদ্ধার করে লক্ষ্মী পেঁচাটিকে। উদ্ধার করার পর বনদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে তাকে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অল্প আহত ছিল পেঁচাটি। তবে উদ্ধার করার পরই পেঁচাটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পেঁচাটি সুস্থ হয়ে গেলে তাকে আবার পরিবেশের মধ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন
বর্ধমানে আয়োজন হচ্ছে একাধিক হোলির ইভেন্ট, জেনে নিন বিস্তারিত…