Wednesday, March 26, 2025

Amazon Prime Day Sale: ফের গ্রাহকদের জন্য আকর্ষণীয় ছাড় নিয়ে হাজির অ্যামাজন, ওর্ডার করার সময় মাথায় রাখতে হবে এই বিষয়গুলি

ফের গ্রাহকদের জন্য আকর্ষণীয় ছাড় নিয়ে হাজির অ্যামাজন। ইলেক্ট্রনিক্স সহ নানা পণ্যে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে অ্যামাজনের তরফে। সোম ও মঙ্গলবার এই অ্যামাজন প্রাইম ডে সেল (Amazon Prime Day Sale) চলবে। অ্যামাজন প্রাইম সদস্যদের থাকবে একাধিক অফার। তবে, একটুর জন্য হাতছাড়াও হতে পারে অফারগুলি।

তাই কয়েকটি টিপস ও কৌশল মাথায় নিয়ে একাবারে স্বল্পমূল্যে এখনই ওর্ডার করুর আপনার পছন্দের পণ্যগুলি অ্যামাজন ডট ইন থেকে (www.amazon.in)।

১. অ্যামাজন প্রাইম ডে সেলে কয়েকটি প্রোডাক্টের ক্ষেত্রে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ড ও ইএমআই-এর (EMI) মাধ্যমে লেনদেন করলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে সঙ্গে সঙ্গেই। তবে মনে রাখতে হবে এই ছাড় সীমিত।

২. মোবাইল ফোন (Mobile Phone), ইলেট্রনিক আইটেমের (Electronic item) মতো জনপ্রিয় প্রোডাক্টগুলিতে দাম বেশি কমার অপেক্ষা করলে হাত থেকে বেরিয়ে যেতে পারে। কারণ জনপ্রিয় প্রোডাক্টে ছাড় দেওয়া হলেও তা সীমিত সংখ্যায় রাখা হয়। তাই এসব ক্ষেত্রে ঘণ্টা খানেকের মধ্যেই প্রোডাক্ট আউট অফ স্টক (Out of stock) হয়ে যায় বা দাম আবারও বাড়িয়ে দেওয়া হয়।

Amazon Prime Day Sale
Amazon Prime Day Sale

৩. অ্যামাজন অ্যাপের নোটিফিকেশন যেন অন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যেসব প্রোডাক্ট কেনার জন্য আপনি আগ্রহী সেইসব প্রোডাক্টের নোটিফিকেশন পাওয়ার জন্য পারসোনালাইজড নোটিফিকেশন (Personalized notification) অপশনটি সিলেক্ট করে রাখতে হবে।

৪. অ্যামাজন (Amazon) থেকে ইতিমধ্যেই সেইসব প্রোডাক্ট ও ক্যাটেগরি তালিকাভুক্ত করে ফেলা হয়েছে যাতে প্রচুর ছাড় দেওয়া হবে। তাই ওয়েবসাইটটি বারংবার চেক করতে হবে। খতিয়ে দেখতে হবে বিভিন্ন প্রোডাক্ট ও তাঁর মধ্যে দেওয়া ছাড়গুলিকে।

৫. অ্যামাজন পে ব্যালেন্স (Amazon pay balance) বা অ্যামাজন পে ইউপিআই-এর (Amazon pay UPI) মাধ্যমে পেমেন্ট করলে বিশেষ সুযোগ পাওয়া যেতে পারে।

৬. অ্যামাজন অ্যাপ থেকে কোনো প্রোডাক্ট না কিনলে অথবা কোনো প্রোডাক্টের বিষয়ে তথ্য পাওয়ার জন্য অ্যামাজন অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করতে হবে। অ্যামাজন অ্যাসিস্ট্যান্ট পোডাক্টের মধ্যে দামের তুলনা করতে এবং নতুন আইটেম খুঁজতে সাহায্য করে।

আরও পড়ুন

এবার রঙ দিয়ে মন জয় ওলা ইলেকট্রিক স্কুটারের, কীভাবে বুক করবেন জেনে নিন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles