দেবব্রত রায়, বর্ধমান: বর্ষবরণের রাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসনিক তৎপরতা দেখা গেল বর্ধমান (Burdwan) শহর জুড়ে। ছোট-বড় সব রকম নাশকতা রুখতে উদ্যোগী পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা পুলিশ। শুক্রবার বিকেলে বর্ধমান (Bardhaman) শহরের বিভিন্ন এলাকার ছোট বড় শপিং মল (Shopping Mall) এবং জনবহুল এলাকায় মেটাল ডিটেক্টর (Metal Detector) এবং স্নিফার ডগ (Sniffer Dog) দিয়ে চেকিং করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।
এই দিন পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বর্ধমান শহরের বিভিন্ন শপিংমল এবং কার্জন গেট (Curzon Gate) সংলগ্ন ম্যান্ডেলা পার্ক (Mandela Park) সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালানো হয়। জনসাধারণের নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ বলে জানানো হয়েছে। বর্ষবরণ উৎসবের প্রাক্কালে পুলিশি তৎপরতায় খুশি শহরবাসী।