Friday, April 26, 2024

Basirhat: পুলিশের জালে লক্ষাধিক টাকা মূল্যের কানাডিয়ান হাঁস পাচারকারী

কানাডিয়ান হাঁস পাচারের সময় পুলিশ ধরে ফেলল বসিরহাটের (Basirhat) দুই যুবককে। ৬টি কানাডিয়ান হাঁস উদ্ধার করা হয় ধৃতদের কাছ থেকে। জানা গেছে, বাংলাদেশ থেকে আনা মূল্যবান কানাডিয়ান হাঁস পাচার করার সময় হাতেনাতে ধরা পড়ে ওই দুই যুবক। বসিরহাটের ইছামতী সেতুর উপর দুই বাইক আরোহীর কাছে বড় আকারের থলি দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরই রাহুল আমিন মিস্ত্রি ও রবিউল মিস্ত্রি নামক বসিরহাটের দক্ষিণ বাগুন্ডি গ্রামের দুই যুবককে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কানাডিয়ান হাঁস উদ্ধার করে এবং ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে বাজেয়াপ্ত করা হাঁসগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেয় পুলিশ।

কানাডিয়ান হাঁসগুলির এক একটির ওজন ৫-৬ কিলোগ্রাম। কালো মাথা, ঘাড় সাদা রঙের এই হাঁসগুলি আবার উড়তেও পারে। এদের চোয়ালের দিকটা সাদা ও বাদামি রঙের হয়ে থাকে।

ধৃত দুই যুবককে জেরা করে জানা গিয়েছে, তারা হাড়োয়ার-এ পশু পাখি পাচারে জড়িত এক ব্যক্তির কাছে বিক্রির জন্য যাচ্ছিল। বাংলাদেশ থেকে আনা এই কানাডিয়ান হাঁসের বর্তমান বাজার মূল্য প্রায় ১৮-২০ হাজার টাকা।

আরও পড়ুন

Flipkart Big Billion Days Sale 2021: কবে থেকে শুরু হচ্ছে সেল, জেনে নিন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles