Saturday, April 27, 2024

DeltaCron: আবার নতুন রুপে করোনা

করোনার নতুন রূপ ডেল্টাক্রনের (DeltaCron) দেখা মিলল ব্রিটেনে। এটি হাইব্রিড ভেরিয়েন্ট; ফের কপালে চিন্তার ভাঁজ বিশেষঞ্জদের। এই ভেরিয়েন্টটি ডেল্টা স্ট্রেন ও ওমিক্রন স্ট্রেন এই দুয়ের সংমিশ্রণে তৈরি। নমুনা পরীক্ষা করতে গিয়ে গবেষণাগারে এটি ধরা পড়েছে বলে জানায় ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা (এইচএসএ)। ডেল্টাক্রনের সম্বন্ধে জানালেও, এই ভেরিয়েন্টটি কতটা বিপজ্জনক তা নিয়ে এখনও কোনও কিছু জানায়নি তারা। করোনা কালে ডেল্টা স্ট্রেন সবচেয়ে বেশি মৃত্যু ঘটিয়েছিল। গোটা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ হিসেবে ছড়িয়ে ছিল ডেল্টা স্ট্রেন। এরপর করোনার তৃতীয় ঢেউ নিয়ে এসেছিল ওমিক্রন। করোনার এই তৃতীয় ঢেউ চলাকালীন মানুষ করোনা সংক্রামিত বেশি হলেও মৃত্যু সংখ্যা এই সময় কম ছিল। এবার এই দুয়ের সংমিশ্রণে তৈরি হয়েছে ডেল্টাক্রন। এই ডেল্টাক্রন কতটা ভয়াবহ হবে এবার সেটাই দেখার বিষয়।

এই ডেল্টাক্রন ভেরিয়েন্ট প্রথম আবিষ্কার হয় সাইপ্রাসে। ‘ইউনিভার্সিটি অব সাইপ্রাস’-এর গবেষক লিয়োনিডস কসট্রিকিস গতবছরের শেষের দিকে ২৫টি ডেল্টাক্রন সংক্রমণ চিহ্নিত করে। এবছর ৭ জানুয়ারি কসট্রিকিসরা আন্তর্জাতিক তথ্যভান্ডার ‘জিআইএসএআইডি’-এ এই ২৫টি সংক্রমণের জেনেটিক সিকোয়েন্স পাঠানো হয়। কিন্তু বহু গবেষণা সংস্থা এই দাবিকে খারিজ করে দেয়। কিন্তু কসট্রিকিসরা নিজের দাবিতে অনড় ছিলেন। এবার দেখা গেল ব্রিটেনে এই প্রজাতির করোনার দেখা মিলল। তবে ব্রিটেনের এইচএসএ ডেল্টাক্রন সম্পর্কে বিশদে কিছু জানায়নি।

আরও পড়ুন

বর্ধমানের মাধডিহির লটারি ব্যবসায়ী খুনের ১০ দিনের মধ্যে গ্রেপ্তার ৪ খুনি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles