বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম পরিচালক রাজা চন্দ (Raja Chanda) আচমকাই শনিবার অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখান থেকেই জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি বেশকিছু ছবির কাজ শেষ করেছেন তিনি। সামনে মুক্তি পাবে তাঁর পরিচালিত ওয়েব সিরিজ ‘কাটাকুটি’ (Katakuti)। তারই সঙ্গে চলছে ‘আম্রপালি’র (Amrapali) ডাবিং। এছাড়াও বেশ কিছু ছবির কাজ বাকি রয়েছে তাঁর।
জানা গিয়েছে, শনিবার শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন পরিচালক। তারই মাঝে হঠাৎ তিনি অস্বস্তি বোধ করেন। বিন্দুমাত্র দেরি না করে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরু হয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাজ। চিকিৎসকরা জানান তাঁর হার্টে ব্লকেজ রয়েছে। এখন অবশ্য স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। যদিও খুব শিগগিরিই অস্ত্রোপচার করতে হবে বলেও জানান চিকিৎসকরা। আপাতত স্থিতিশীল হওয়ার কারণে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। ঠিক কি কারণে আচমকা হৃদরোগে আক্রান্ত হলেন রাজা চন্দ? শোনা যাচ্ছে তিনি মদ্যপান বা ধূমপান করেন না। অতিরিক্ত কাজের প্রেসার থেকে তিনি সবসময় নিজেকে সরিয়ে রাখতেন। তা সত্বেও কিভাবে অসুস্থ হয়ে পড়লেন তিনি?
আরও পড়ুন