ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ রোধ করতে ফের কনটেইনমেন্ট জোন (Containment Zone) ঘোষণা করা হল বর্ধমান শহরে। পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান (Burdwan) শহরের ২৭ নং ওয়ার্ডের শ্যামলাল এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। পূর্ব বর্ধমান (Purba Burdwan) জেলা প্রশাসনের তরফ থেকে এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ কনটেইনমেন্ট জোন পরিদর্শন করলেন বর্ধমান পুরসভার সহ প্রশাসক আইনুল হক, পূর্ব বর্ধমান সদর উত্তরের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস এবং বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী।
আরও পড়ুন
করোনাবিধি অমান্য করায় বর্ধমানে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৬৩ জন
ইতিমধ্যেই স্যানিটাইজেশন করা হয়েছে গোটা এলাকায়। এলাকার মানুষকে সচেতনত করার জন্য আশাকর্মীদের দিয়ে এলাকায় প্রচার চালানো হচ্ছে। পূর্ব বর্ধমান সদর উত্তরের মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস জানান, এখনও পর্যন্ত বর্ধমান পুরসভায় ৫৮ জন করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে শ্যামলাল এলাকায় রয়েছেন ১৭ জন।
আরও পড়ুন
Burdwan: মিহিদানার স্বাদে মুগ্ধ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল