এবার হিজাব বিতর্কে (Hijab Controversy) প্রতিবাদের ঝড় উঠলো কলকাতায়। বুধবার কলকাতার আলিয়া ইউনিভার্সিটির (Aliah University) মুসলিম ছাত্র ফেডারেশনের সদস্যদের হিজাব পরার সমর্থনে রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা যায়। এদিন ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করেন তারা। এই ব্যানার এবং প্ল্যাকার্ডে লেখা ছিল ‘হিজাব আমার গণতান্ত্রিক অধিকার’, ‘আল্লাহকে যারা ভয় পায়, তারা অন্য কাউকে ভয় পায় না’, ‘আমি হিজাব পরেই থাকবো, এটা একজন মুসলিম মহিলার অবিচ্ছেদ্য অংশ, হিজাব মানবিক বস্ত্র’।
উল্লেখ্য, গত ডিসেম্বরে কর্নাটকের উদুপিরের একটি কলেজে হিজাব পরে আসা কয়েকজন ছাত্রীকে কলেজে প্রবেশ করতে বাধা দেওয়ায় সূত্রপাত হয় বিতর্কের। এরপর কলেজে নিষিদ্ধ হয় হিজাব। এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করতে দেখা যায় দিল্লির পড়ুয়াদের। এরপর একে একে দেশের বিভিন্ন জায়গার মানুষ মুসলিম মেয়েদের শিক্ষাঙ্গনে হিজাব পরার ইস্যুতে সরগরম হয়। দেশের বেশিরভাগ রাজ্য থেকে প্রতিবাদের ঝড় ওঠে। গতকাল মুসলিম ছাত্র ফেডারেশনের তরফ থেকে বিক্ষোভ করা হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে। এরপর আজ কলকাতার আলিয়া ইউনিভার্সিটির মুসলিম ছাত্র ফেডারেশনের সদস্যদের রাস্তায় নেমে বিক্ষোভ করতে দেখা যায়।
আরও পড়ুন