Tuesday, March 25, 2025

Burdwan: একই সঙ্গে দুই ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য বর্ধমানে

ডিজিটাল ডেস্ক, বর্ধমান: একই পরিবারের দুই শিশুর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমানে (Burdwan)। ওই পরিবারের আরও চারজন সদস্য অসুস্থ রয়েছেন। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কাঞ্চন নগর রথতলা এলাকায়। মৃত শিশুদের নাম রাহুল ঘোষ ও শুভঙ্কর ঘোষ। এখনও অসুস্থ রয়েছেন মৃত শিশুদের বাবা রবি ঘোষ, রবি বাবুর মা, মেয়ে এবং বোন। তাঁরা চারজন এখনও ভর্তি রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঠিক কী কারণে ওই দুই শিশুর মৃত্যু এবং পরিবারের বাকি সদস্যরা অসুস্থ তা খতিয়ে দেখছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে মাংস রান্না হওয়ায় মঙ্গলবার রাতে পরিবারের সকলে মাংস ভাত খেয়েছিল। এরপর বুধবার সকাল থেকেই একে একে অসুস্থ হতে থাকেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ভোর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে সকলের। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কারণে তাঁদের সকলকেই ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পর মৃত্যু হয় দুই শিশুর। দুই শিশুর অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীদের মধ্যেও।

পরিবারের সদস্যদের অনুমান, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ হয়েছেন সকলে। বাড়িতে বেশ কিছু দিন ধরে ইঁদুরের উপদ্রব বাড়ায় ইঁদুর মারার বিষ ছড়ানো হয়েছিল ঘরের বিভিন্ন জায়গায়। ইঁদুর মারার বিষ থেকেই খাবারে বিষক্রিয়া হতে পারে বলে পরিবারের সদস্যরা অনুমান করছেন।

আরও পড়ুন

আজ রাজ্যজুড়ে অকাল বর্ষণ, সারাদিনই থাকবে আংশিক মেঘলা আকাশ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles