Narendra Modi Meeting : দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালের তুলনায় আজ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় আড়াই লক্ষ ছুঁই ছুঁই। পরিসংখ্যান অনুযায়ী প্রায় ২৭ শতাংশ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে আজ প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল সাড়ে চারটে নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি। চলতি বছরের কোভিড পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এটাই প্রথম বৈঠক প্রধানমন্ত্রীর।
বুধবার, NITI আয়োগের সদস্য ডক্টর ভি কে পল জানান, করোনার এই নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন কোনও সাধারণ ঠান্ডা লাগা নয়, তাই এই বিষয়টি হালকা ভাবে নেওয়া যাবে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাস্ক ব্যবহার করার পাশাপাশি ভ্যাকসিন বা টিকাকরণকেই অন্যতম হাতিয়ার বলে জানান তিনি।
গত সপ্তাহে , কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যায়, করোনার এই নতুন প্রজাতির সংক্রমণের হার তুলনামূলকভাবে অনেক বেশি। উদ্বেগ বাড়িয়ে দেশে করোনার সাপ্তাহিক পজিটিভিটি রেটের নিরিখে প্রথম স্থানে উঠে এল পশ্চিমবঙ্গ। মহারাষ্ট্র, দিল্লিকে ছাপিয়ে বাংলার পজিটিভিটি রেট ৩২ শতাংশের বেশি!
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। গত কয়েক মাসের তুলনায় এই সংখ্যা সর্বাধিক।
আরও পড়ুন