নিত্যযাত্রীদের জন্য সুখবর। আজ থেকে বাড়ানো হল শিয়ালদহ ডিভিশনে স্টাফ স্পেশ্যাল ট্রেনের (Staff Special Train) সংখ্যা। নিত্যযাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য দেড় মাস ধরে রাজ্যে বন্ধ গণপরিবহণ ব্যবস্থা। নিত্যযাত্রী থেকে খেটে খাওয়া বহু মানুষের যাতায়াতের সমস্যা হওয়ার কারণে দুদিন ধরে রেল অবরোধ করতে দেখা যায়। সরকারের কাছে লোকাল ট্রেন চালুর দাবিতে এই অবরোধ বলে জানিয়েছিলেন তাঁরা। এই দাবির জবাবে মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছিলেন, এই ভয়াবহ পরিস্থিতিতে এবং করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কারণে রাজ্যে এখনই ট্রেন চালু করা হচ্ছে না।
এ দিকে বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি চিঠির মাধ্যমে লোকাল ট্রেন চালু করার আবেদন জানানো হয়েছিল রাজ্যকে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনীত দৌলত এই চিঠির মাধ্যমে রাজ্যকে জানিয়েছিলেন, লোকাল ট্রেন না চলায় কী কী অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। এছাড়াও শিয়ালদহ ডিভিশনে রেল অবরোধের কারণে গত দু’দিন ধরে কী অবস্থা হয়েছিল, সেটাও এই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন বলে জানা গেছে ।
আজ পূর্ব রেলের তরফ থেকে স্টাফ স্পেশ্যাল ট্রেনের (Staff Special Train) সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। রেলের তরফ থেকে জানানো হয়েছে, অন্যদিনের তুলনায় আজ ৪০টি বেশি ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে। আজ সারাদিনে মোট ট্রেন চলবে প্রায় ২৯০টি। সোমবার থেকে ট্রেনের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনে ৬০টির বেশি ট্রেন চালানো হবে সোমবার থেকে। সোমবার থেকে ট্রেনের সংখ্যা আরও বাড়লে মোট ট্রেনের সংখ্যা হবে প্রায় সাড়ে তিনশোটি ।