শুক্রবার প্রকাশিত হল ইউপিএসসি তথা ২০২০ সালের সিভিল সার্ভিসের (UPSC Results 2020) ফাইনাল পরীক্ষার ফলাফল। এবারের শীর্ষ স্থান অধিকার করেছেন শুভম কুমার, অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছেন জাগৃতি অবস্থী এবং তৃতীয় স্থান অধিকার করেছেন অঙ্কিতা জৈন। ২১ তম স্থানে রয়েছেন তৃতীয় স্থানাধিকারী অঙ্কিতা জৈনের বোন বৈশালী জৈন। অন্যদিকে, ১৫ তম স্থানে রয়েছেন ২০১৫ ব্যাচের আইএএস টপার টিনা দাবির বোন রিয়া দাবি। এই দুর্দান্ত সাফল্যের কারণে অভিনন্দনের জোয়ারে ভাসছেন সফল পরীক্ষার্থীরা।
রিয়া দাবি বলেছেন, সাফল্যের এই অনুভূতিটা দারুণ। এছাড়াও তিনি বলেছেন, সাফল্যের জন্য স্কুল ও কলেজ স্তরে পড়াশোনা করার সময় থেকেই পরীক্ষার প্রস্তুতি নেওয়া দরকার। এছাড়াও তিনি জানান, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য দিনে ১০ ঘণ্টা ধরে পড়াশোনা করতেন তিনি। তিনি আরও বলেছেন, ইউপিএসসি পরীক্ষায় তাঁর দিদি টিনা দাবি প্রথম স্থান অধিকার করার পর থেকেই কিছুটা চাপ ছিল তাঁর ওপর। তবে এ ব্যাপারে পরিবারের সদস্যরা তাঁর ওপর কোনও চাপ তৈরি করেননি। দিদি টিনা দাবির পারফরম্যান্স তাঁর কাছে অনুপ্রেরণা ছিল বলে জানান রিয়া দাবি।
আরও পড়ুন
উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি-ম্যালেরিয়া, ৮ পুরসভাকে সতর্কবার্তা স্বাস্থ্য দফতরের