Weather Update: আজ শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি নিচে থাকবে পারদ।আজ পরিষ্কার আকাশ থাকলেও আগামী শনিবার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী দু’দিনের মধ্যে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে ৯৫ শতাংশ।
পশ্চিমী ঝঞ্জা ও পুবালি হাওয়ার দাপটে বৃষ্টি হবে গোটা রাজ্য জুড়ে।আগামী রবিবার কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শনিবার আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।