Weather Update: কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রী সেলসিয়াস। সকাল থেকে বেশকিছু জেলায় কুয়াশা দেখা গিয়েছিল, যদিও তারপর আকাশ পরিষ্কার হয়ে যায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে। দার্জিলিং, কালিম্পং সহ উপরের দিকের জেলাগুলিতে বুধবার এবং বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে বেশকিছু জেলায় আজ সকালের দিকে হালকা কুয়াশা এবং মেঘলা আকাশ দেখা গেলেও সেটা পরের দিকে পরিষ্কার হয়ে যায়। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হাওড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ১৫ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে হয়েছে ২৮ ডিগ্রী সেলসিয়াস।
আজ দিনে ঝলমলে আকাশ থাকবে। রোদের তেজ অন্যদিনের তুলনায় আজ অনেকটা বেশি থাকবে।আগামী ৪৮ ঘণ্টায় আরো বাড়তে পারে তাপমাত্রা।
আরও পড়ুন