Tuesday, December 10, 2024
More

    Amrita Arora Birthday: অমৃতা অরোরার জন্মদিন পার্টিতে করিনা-করিশ্মা-মালাইকা, নেট দুনিয়ায় ভাইরাল ছবি

    সোমবার ৪৪-এ পা দিলেন অভিনেতা অমৃতা আরোরা (Amrita Arora Birthday)। রবিবার রাত থেকেই শুরু হয় অমৃতা আরোরার বার্থডে পার্টি। অমৃতার বার্থডে পার্টিতে হাজির ছিলেন তাঁর বলিউডের বিখ্যাত গার্ল গ্যাং। এদিন অমৃতা আরোরার জন্মদিন উপলক্ষে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিলেন তাঁর গার্ল গ্যাং।

    অমৃতা আরোরার এই গার্ল গ্যাং-এর মধ্যে রয়েছেন করিনা কাপুর (Kareena Kapoor), করিশ্মা কাপুর (Karishma Kapoor) ও মালাইকা অরোরা (Malaika Arora)। অমৃতা আরোরার জন্মদিন উপলক্ষে হওয়া পার্টিতে গার্ল গ্যাং-এর সবাই উপস্থিত ছিল এদিন। এদিনের পার্টিতে সবাইকে একসঙ্গে মজা করতে দেখা যায়। পার্টির ছবি ইনস্টাগ্রামে সুন্দর ভাবে তুলে ধরেছেন করিনা কাপুর। এই ছবিতে দেখা যাচ্ছে সবার মাথায় লাল টুপি এবং তাঁরা একে অপরের জড়িয়ে আছেন। করিনা কাপুর ইনস্টাগ্রামে অমৃতার উদ্দেশ্যে লেখেন, ” শুভ জন্মদিন আমার বিএফএফ।”

    এদিন পার্টিতে অমৃতার গার্ল গ্যাং ছাড়াও উপস্থিত ছিলেন অমৃতার স্বামী ও তাঁর দুই ছেলে, মালাইকার ছেলে এবং মল্লিকা ভাট। এছাড়া এদিনের পার্টিতে অর্জুন কাপুর এসেছিলেন বলেও জানা গেছে। প্রায় সারা রাত ধরেই এই পার্টি চলেছে বলে খবর।

    আরও পড়ুন

    কথা বলার জড়তা কাটিয়ে হৃত্বিক কীভাবে হয়ে উঠলেন বলিউডের হার্টথ্রব অভিনেতা

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles