বিভিন্ন সময়ে নানা বিতর্কের কারণে প্রায়ই শিরোনামে থাকেন তিনি। এবার লটারিতে এক কোটি টাকা পুরস্কার জেতার খবরে শোরগোল। এদিন দুপুর একটায় ফল ঘোষিত হয় নাগাল্যান্ডের ডিয়ার লটারির। তাতে দেখা যায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) নামের এক ব্যক্তি এক কোটি টাকার প্রথম পুরস্কার জিতেছেন। ডিয়ার লটারির ফল ঘোষণা করার সময় প্রথম পুরস্কার পাওয়া ব্যক্তির ছবিও প্রকাশ করা হয়। যা দেখে মনে করা হচ্ছে বিজয়ী ব্যক্তি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তবে এবিষয়ে ছবিটি ছাড়া আর কোনও সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। বিজয়ী অনুব্রত মণ্ডল আসলে বীরভূম জেলা সভাপতি কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ফল ঘোষণার ছবিটি।
আরও পড়ুন