বর্ধমানের (Burdwan) মিহিদানার স্বাদে মুগ্ধ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানালেন তিনি। ফেসবুকে তিনি লিখেছেন, “পশ্চিমবাংলার জিওগ্রাফিক্যাল ইনডিকেশন ট্যাগ যুক্ত মিহিদানার স্বাদ অসাধারণ। ভারতের মিষ্টতা পৌঁছাল বাহরাইনে।” এছাড়াও তিনি লেখেন, “পশ্চিমবাংলার জিওগ্রাফিক্যাল ইনডিকেশন ট্যাগ যুক্ত প্রসিদ্ধ মিষ্টি ল্যাংচা, চন্দ্রপুলি, নারকেল নাড়ু এবং সীতাভোগ বাহরাইনে পাঠানো হয়েছে। বিদেশের বাজারে ভারতের তৈরি মিষ্টি পাঠানোর ফলে দেশের ব্যবসায়ীদের লাভ হচ্ছে।”
গত সপ্তাহে পরীক্ষামূলক ভাবে বাহারাইনে পাঠানো হয়েছিল বর্ধমানের (Bardhaman) প্রসিদ্ধ মিহিদানা (Mihidana)। আজ বাণিজ্যিকভাবে বিদেশে পাড়ি দিচ্ছে বর্ধমানের মিহিদানার সঙ্গে সীতাভোগ ও ল্যাংচা। জিওগ্রাফিক্যাল ইনডিকেশন (Geographical Indication Tag) বা জিআই ট্যাগ (GI Tag) প্রাপ্তির পর ইতিমধ্যেই বিদেশের বাজারে প্রশংসিত হয়েছে বাংলার সীতাভোগ (Sitabhog) ও মিহিদানা । তাঁর জন্য উচ্ছ্বসিত বর্ধমানের মিষ্টান্ন ব্যবসায়ীরা।