ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর আজ শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভার অধিবেশন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) শপথবাক্য পাঠ করাবেন আরও দুই নবনির্বাচিত বিধায়ককে।
ভবানীপুর (Bhowanipore) উপনির্বাচনে নিজের রেকর্ড নিজেই ভেঙে বিপুল ভোটে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৩০ সেপ্টেম্বর হওয়া ভোটের ফল ৩ অক্টোবর বের হয়। ২০১১ সালের উপনির্বাচনে এই কেন্দ্র থেকে তিনি ৫৪ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। এবছর উপনির্বাচনে সেই সংখ্যা বেড়ে ৫৮ হাজার ছাড়িয়ে যায়। ভবানীপুরে প্রায় ৭২ শতাংশ ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৩০ অক্টোবর উপনির্বাচন হবে নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দা এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। ভোটের ফল ২ নভেম্বর ঘোষণা হবে।
আরও পড়ুন