ডিজিটাল ডেস্ক, বর্ধমান : সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের তরফ থেকে বিক্ষোভ ডেপুটেশন জমা দেওয়া হল মঙ্গলবার। পূর্ব বর্ধমানের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় এদিন। মোটর ভ্যান চালকদের উপর জুমুল, লাইসেন্স দেওয়া এবং শ্রমিকের মর্যাদা ও সামাজিক সুরক্ষার দাবিতে বর্ধমান (Burdwan) স্টেশন এলাকা থেকে মিছিল করে পূর্ব বর্ধমানের জেলাশাসক ও পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দেন ইউনিয়নের সদস্যরা।
সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের রাজ্য কমিটির অফিস সম্পাদক জানান, “মোটর ভ্যান চালক ইউনিয়নের মাধ্যমে বিভিন্ন জেলাতে দেখা যাচ্ছে ব্যাপকভাবে নির্যাতন হচ্ছে। এর প্রতিবাদে ও মোটর ভ্যান চালকদের লাইসেন্স দেওয়ার দাবি নিয়ে এই মিছিল করছি আমরা। এর পাশাপাশি মোটর ভ্যান চালকদের দুর্ঘটনা হলে এলআইসি থেকে কোনও ক্ষতিপূরণ পায় না তাঁরা, তাই আমরা সরকারিভাবে দাবি করছি এই মোটর চালকরা যাতে অ্যাক্সিডেন্ট বেনিফিট পেতে পারে। এছাড়াও তাঁদের সামাজিক সুরক্ষার দাবি করছি আমরা। ইএসআই প্রভিডেন্ট ফান্ডের ন্যায্য দাবি, অর্থাৎ মোটর চালকদের চিকিৎসা এবং ভবিষ্যৎনীতি প্রকল্প গুলি কার্যকরী করার জন্যেও আমরা দাবি জানাচ্ছি। এই সমস্ত দাবি নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দিচ্ছি আমরা।” অবিলম্বে তাঁদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছেও এদিন আবেদন জানান তাঁরা।
আরও পড়ুন
৪৫ ফুটের বিশাল সরস্বতীর প্রতিমা তৈরি হচ্ছে বর্ধমানের এই ক্লাবে