জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে (Facebook) এল বড় আপডেট। এই আপডেটের মাধ্যমে নতুন নাম যোগ হল ফেসবুকের সঙ্গে। আগে নানারকম ছবি, ভিডিও ও স্ট্যাটাস পোস্ট করা যেত বন্ধু এবং নিজেদের ‘ওয়াল’-এ। এই ‘ওয়াল’ নামটি বদল করে রাখা হয়েছিল ‘টাইমলাইন’। ফেসবুকের দেখানো পথে এবার হাঁটল মার্কের মেটা। ফেসবুকের ‘নিউজ ফিড’-এর নাম বদল করে রাখা হল শুধু ‘ফিড’। ফেসবুক আপডেট করলেই বদলে যাবে ‘নিউজ ফিড’-এর নাম। এই খবর ফেসবুকের অফিসিয়াল পেজের তরফ থেকে জানানো হয়েছে।
সম্প্রতি ফেসবুক থেকে ভুয়ো খবর ছড়ায় এই গুজব রটেছিল। ফেসবুক কোনও নিউজের ফিড নয়। তাই ফেসবুককে কেউ যাতে সংবাদের উৎস না ভাবে এমনটা বোঝাতেই ফেসবুকের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে বাদ দেওয়া হচ্ছে না নিউজ সেকশনকে। একটি আলাদা ট্যাব হিসাবে নিউজ সেকশনকে ব্যবহার করা হচ্ছে ফেসবুকে। সত্য সংবাদ গুলিকে আলাদা করে পরিবেশন করার ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। যদিও এই বিষয়টিকে মেটার তরফ থেকে প্রতিশ্রুতি হিসাবে ধরা হচ্ছে।
আরও পড়ুন
এবার থেকে পশ্চিমবঙ্গেও বৈধ গাড়ির লাইসেন্স সহ অন্যান্য ডিজিটাল নথি