Friday, April 26, 2024

Pensioners Life Certificate: পেনশনহোল্ডারদের লাইফ সার্টিফিকেট নিয়ে নতুন ঘোষণা, বদলাচ্ছে পুরোনো নিয়ম

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেনশনভোগীদের জন্য সুখবর। এবার থেকে লাইফ সার্টিফিকেট (Pensioners Life Certificate) নিয়ে আর সমস্যায় পড়তে হবে না তাদের। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধা শুরু করেছে সংগঠন। এবার থেকে তারা যখন খুশি জমা দিতে পারবে লাইফ সার্টিফিকেট (Life Certificate)। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য যে সময়সীমা দেওয়া হত তা সরিয়ে দিয়েছে EPFO। যেদিন লাইফ সার্টিফিকেট জমা দেওয়া হবে সেদিন থেকে ঠিক ১ বছর অবধি বৈধ হবে। এরপর আবার লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে।

২০১৯ সাল পর্যন্ত পেনশনভোগীদের প্রতি বছর নভেম্বর মাসে জমা দিতে হত লাইফ সার্টিফিকেট। একটি নির্দিষ্ট মাসে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার নিয়ম হওয়ার ফলে অনেক সময় সমস্যায় পড়তে হত পেনশনভোগীদের। এই নিয়মই পরিবর্তন করা হল এবার। এখন যখন খুশি জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট। এর ফলে সুবিধা হবে অনেক পেনশনভোগীর।

EPFO তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে পেনশনভোগীদের এই বিষয়ে অবহিত করেছে। ট্যুইটে সংগঠন জানিয়েছে, ‘EPS’95 পেনশনভোগীরা এখন যেকোনও সময় লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। যা জমা দেওয়ার তারিখ থেকে 1 বছরের জন্য বৈধ হিসাবে ধরা হবে। এর ফলে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন EPFO পেনশনহোল্ডাররা। কোনও নির্দিষ্ট মাসের জন্য বসে থাকতে হবে না তাদের।

লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য প্রয়োজন এই নথিগুলি- 

  • পিপিও নম্বর
  • আধার নম্বর
  • আধার লিঙ্ক নম্বর
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর

লাইফ সার্টিফিকেট কীভাবে জমা দিতে হবে জেনে নিন-

লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে EPFO-এর তরফ থেকে জানানো হয়েছে, যেকোনও পাবলিক সার্ভিস সেন্টার (CSC) বা পোস্ট অফিস বা নিকটবর্তী EPFO ​​অফিস বা UMANG অ্যাপ বা পেনশন প্রদানকারী ব্যাঙ্কে গিয়ে পেনশনভোগীরা তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন।

আরও পড়ুন

কাকার ক্যান্টিনের “পাঁচ রুপাইয়া বারা আনা” ধার পরবর্তীতে হয়ে উঠেছিল কিশোর কুমারের কন্ঠে জনপ্রিয় গান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Stay Connected

3,541FansLike
3,210FollowersFollow
2,141FollowersFollow
2,034SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles