বিশ্বের প্রথম শিশুদের জন্য তৈরি ম্যালেরিয়া টিকা (Malaria Vaccine) আরটিএস, এস/এএস জিরো ওয়ান”কে (RTS,S/AS01) ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই ম্যালেরিয়া টিকার প্রচলিত নাম হল “মস্কুইরিক্স” (Mosquirix)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, প্রধানত আফ্রিকা (Africa) মহাদেশে ম্যালেরিয়া শিশুদের মধ্যে অতিমারীর চেহারা নিয়েছে। WHO-এর করা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, আফ্রিকায় প্রতিবছর ৫ বছরের থেকে কম বয়সী আড়াই লক্ষেরও বেশি শিশুদের মৃত্যু হয় ম্যালেরিয়ায়। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সাব-সাহারান আফ্রিকায় (Sub-Saharan Africa) শৈশবকালীন অসুস্থতা এবং শিশুদের মৃত্যুর একটি প্রধান কারণ ম্যালেরিয়া।
আরও পড়ুন
Dengue-Malaria: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি-ম্যালেরিয়া, ৮ পুরসভাকে সতর্কবার্তা স্বাস্থ্য দফতরের
COVID-19 Vaccine: এবার দু-বছরের শিশুদেরও দেওয়া হবে কোভিড ভ্যাকসিন