Tuesday, April 30, 2024
More

    Swachh Bharat Mission-এর দ্বিতীয় পর্বের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    ‘স্বচ্ছ ভারত’ অভিযানের (Swachh Bharat Mission) দ্বিতীয় পর্বের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘আবর্জনামুক্ত শহর গড়াই তাঁর লক্ষ্য। সাফাইকর্মীরাই এই স্বচ্ছ ভারত অভিযানের মহানায়ক। আমাদের কেন্দ্রীয় সরকার শহরের উন্নয়নের জন্য ৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রতিদিন ভারত ১লক্ষ টন বর্জ্য প্রক্রিয়াকরণ করছে। তবে এই কাজকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের প্রতিটি শহরের বর্জ্য পদার্থকে প্রক্রিয়াকরণের জন্য আধুনিকতম ব্যবস্থা নিতে হবে। শহরের উন্নয়নের জন্য ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। এই আধুনিক প্রযুক্তি দূষণ দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।’

    মোদিজী বলেছেন, ‘দেশের প্রতিটি রাজ্যের সরকারকে আমি এবিষয়ে সচেতন হতে বলেছি। শহরগুলিতে অবশ্যই বাড়াতে হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সংখ্যা। তাহলে পরিশুদ্ধ পানীয় জল পাবে মানুষ। ফলে দূষণমুক্ত হবে নদীগুলিও।’ এছাড়াও তিনি বলেছেন, ২০১৪ সালে ভারতকে খোলা জায়গা থেকে শৌচমুক্ত করার সংকল্প নিয়েছিলেন এবং এখন প্রায় ১০ কোটিরও বেশি শৌচাগার তৈরি করে এই সংকল্প পূর্ণ করেছেন দেশবাসী। বর্তমানে কেন্দ্র নতুন সংকল্প নিয়েছে, স্বচ্ছ ভারত মিশন-আর্বান ২.০। এই মিশনের প্রধান লক্ষ্য হল আবর্জনা-মুক্ত শহর। জঞ্জাল-আবর্জনার স্তুপ থেকে পুরোপুরি মুক্ত করতে হবে গোটা শহরকে।

    আরও পড়ুন

    PM Poshan : মিড ডে মিলের ধাঁচে নতুন প্রকল্প ‘পিএম পোষণ’, ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

    Related Articles

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Stay Connected

    3,541FansLike
    3,210FollowersFollow
    2,141FollowersFollow
    2,034SubscribersSubscribe
    - Advertisement -

    Latest Articles