গরমে নাজেহাল বঙ্গবাসী, কবে মিলবে স্বস্তির বৃষ্টি?
শর্মিষ্ঠা ঘোষঃ কবে পা রাখবে বর্ষা ? একেবারে পঞ্জিকা মেনে আষাঢ়েই সেই সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। তার আগে এদিন সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। যদিও তারপরও ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জেলার মানুষ। অন্যদিকে, বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের কিছু জেলা। সেখানে পা রেখেছে বর্ষা। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের মধ্যে রাজ্যের দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। রবিবার থেকে প্রাক্ বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে কিছু জেলায়। আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে। আর বাকি তিন জেলায় বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি।
আরও পড়ুন প্রধানমন্ত্রীর হাত ধরে রাজ্যে এবার বন্দে ভারত, চলবে বর্ধমান হয়ে